বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের ওপর সমন জারি করেছেন ভারতের মধ্যপ্রদেশের হাইকোর্ট। ২০২১-এ মাতৃত্বকালীন অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছিলেন অভিনেত্রী। বইটির নামের সঙ্গে যুক্ত ছিল বাইবেল শব্দটি। সেই সূত্র ধরেই মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি গুরপাল সিং আলুওয়ালিয়া সমন জারি করেছেন।
দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিষেকের অপেক্ষায় ছিলেন অভিনেত্রী কারিনা কাপুর। ‘কেজিএফ’ স্টার যশের ‘টক্সিক’ সিনেমায় দেখা যাওয়ার কথা ছিল বলিউডের এই অভিনেত্রীকে। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমের খবর, যশের ‘টক্সিক’ সিনেমার কাজ ছেড়েছেন কারিনা।
এগারো বছরের সংসার সাইফ-কারিনার। পাঁচ বছরের লিভ ইন সম্পর্কের পর ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। তবে নবাব পত্নী কারিনা কেন সাইফ আলিকে খানকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা এত দিন পর ফাঁস করলেন। কফি উইথ করণে এসে জানালেন সে কারণ।
গতকাল শনিবার রাতে কারিনা কাপুরের এক ভিডিও রীতিমতো ভাইরাল। ভিডিওটিতে দেখা গেছে রাস্তায় এক গরিব বৃদ্ধার কাতর আর্জি কারিনার দিকে, ‘একবার ছুঁতে দাও’। বৃদ্ধার বারবার অনুরোধের বিনিময়ে শুধু হাত নাড়েন অভিনেত্রী। এমন আচরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারিনাকে শুনতে হচ্ছে ভক্তদের সমালোচনা।